![]() |
প্রণীতা দাস |
। প্রণীতা দাস ।
একটি বছর পরে মা যে
আসছে বাপের বাড়ী।
কার্তিক গণেশ লক্ষী সরাই সঙ্গে নিয়ে
আর যে কয়দিন বাকি।
মায়ের আগমনের সুর তাই
বাজছে ওই আকাশে বাতাসে ।
ঘরে ঘরে খুশীর
জোয়ার
ঢাক ঢোল শঙ্খ ধ্বনির সুরে।
শরতের আকাশ যেন
সজ্জিত হচ্ছে আপন রঙে।
শিশির ভেজা সবুজ ঘাসে
এই যে মনোরম আবেশ।
মাঠে মাঠে শুভা বাড়ায়
ওই শুভ্র বরণ কাশে।
প্রজাপতিরা ডালে ডালে
পাখনা মেলিয়ে হাসে...
শিউলি ফুলের গন্ধে যেন
মন মাতিয়ে তুলে।
পুজোর গন্ধে ভরে উঠেছে যেন
আজ চারিপাশে।
মা দুর্গার আগমনে
ঘরে ঘরে খুশির জুয়ার
শঙ্খ ধ্বনি আর ঢাকের সুরে
সবাই মিলে স্বাগত
জানাই মাকে আবার
বলো, দুর্গা মা কি জয় ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন