আমাদের সম্পদ জুবিন গর্গ

প্রতাপ : অনলাইন-৩৪

। পিয়ালী ঘোষ ।

শোকের সুর বাজে আজ অন্তরে, চোখের কোনে জমেছে জল। 

 সুসজ্জিত তুমি আজ , চারিপাশে কত লোকজন । 

ফুলের বাগানে তুমি সেই ফুল, যার গন্ধে শুধু আসাম নয় গোটা ভারত ছিল সুগন্ধিত।

সুরের হাত ধরে রাজপথে এসেছিল এক নাম- জুবিন গর্গ।

অসমের হৃদয়ে বেড়ে উঠেছিল যে সুর, সেই সুর আজ নদীর জলের মতো শান্ত। 

ছোট থেকে বড় হওয়ার প্রতিটি পদক্ষেপে তুমি ছিলে জড়িয়ে। 

আজও যখন ছোটবেলার কথা মনে করি, তোমার মাতিয়ে রাখা গানগুলোর কথা মনে পড়ে। 

 যার সুরে কেঁদেছে আকাশ, বসন্ত শিখেছে প্রেম, মেঘলা দিনেও যার কন্ঠে ফুটেছে রোদের ডাক, 

 তুমি সেই জুবিন গর্গ, ভাঙা হৃদয়ও যার গান খুঁজেছে এক শান্তির স্থান।

দুঃখ, কষ্ট, আনন্দ, মাটির গান, প্রতিবাদ, ছিল যার কন্ঠে 

তুমি শুধু গায়ক নও, তুমি ছিলে সুর - যোদ্ধা, সাহসীতে ভরপুর। 

তুমি ছিলে মুক্ত পাখি, পুরো আকাশটাই ছিল তোমার। 

তাইতো আটত্রিশ হাজারের থেকেও বেশি গান চল্লিশটি ভাষায় গাইতে পেরেছিলে। 

আজ শরীর গেছে থেমে, তবুও হৃদয়ে তোমার সুর বাজে। 

আচ্ছা, আমি যদি বলি নক্ষত্র হারায় তাদের অস্তিত্ব হারায় না।

আমার বলাটা কি খুব ভুল  হবে?

সুরের যাত্রা শেষ নয় আজ তোমার, 

চিরকাল বাঁচবে আমাদের হৃদয়ে তোমার গান। 

দশ লাখেরও বেশি মানুষ যার শোকযাত্রায়,

সেই ব্যক্তির গানকে অমর রেখে, স্মরণে প্রদীপ জ্বলুক চিরকাল।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...