ভালবাসার সন্ধ্যা

। শতদল আচার্য ।

 

কতটা হাত প্রসারিত করলে ভালবাসায়

তোমার ছুঁয়ে যাওয়া সন্ধ্যা নামে।

 

আমার এক একটা সন্ধ্যা বিকাল

মন খারাপের ঔষধি

তোমার কাছেই ছিল।

 

এখন আকাশে বিকাল ছুঁয়ে যাওয়া সন্ধ্যা নামে

একের পর এক রাস্তায় বাতি জ্বলে ওঠে

শঙ্খ ঘন্টা বেজে উঠে

 

আমি আর টেন-স্পোর্টস মাঠে দাঁড়িয়ে একা

ভাবতে পারি না।

আবার কতটা হাত প্রসারিত করলে

তোমার ছুঁয়ে যাওয়া সন্ধ্যা নামবে।

 

তবু ও‌ জীবন থেকে মহাজীবনের আশায়

আবার অন্য কোনো জন্মে

এরকম একটা বিকালে দুজন হাঁটবো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...