[প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)]
। ড. অর্পিতা দাস ।ড. অর্পিতা দাস
চোখে জল আজও আসে
কষ্ট আজও হয়।
না, তোমাকে ফিরে পাওয়ার জন্য নয়।
অগণিত, অসহায় মুহূর্তরা কাঁদে আজও
বর্ষামুখর রাতে।
আজও বিদ্যুতের চমক কাঁটা দেয় সারা গায়ে
তোমার নখের আঁচড়ের কথা ভেবে।
আজও মনে পড়ে মেঘলা আকাশের নিচে-
ফাঁকা রাস্তায় জোর করে চুমু খাওয়ায় কথা,
মনে পড়ে তোমার দেওয়া মিথ্যা অঙ্গীকারের কথা
মনে পড়ে রূপলী স্বপ্নের প্রলোভনের কথা।
আরও মনে পড়ে তোমার কাব্যিক ছলনার কথা-
'মেঘলা দিনে না ই বা ডাকলে
মন খারাপের রাতে খুঁজো আমায়।'
না,
আজ আর খুঁজি না তোমায়
গত হওয়া কালের অনুশোচনায়
আজও অন্তঃকরণে রক্তক্ষয় হয় বার বার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন