একটা কথার জন্য রোহিণী


। আনওয়ারুল হক বড়ভূইয়া ।
একটা কথার জন্য বেঁচে আছি রোহিণী
একটা কথার জন্য তুলোধুনো  করি 'আরব্য রজনী'
আরও একটা কথা যদি বলা যায়
সুখে অ-সুখে এ জীবনটা এগিয়ে যায়
একটা কথার জন্য এত চিহ্ন ছন্দ
একটা কথার জন্য জন্ম নেয় এত চিত্র আনন্দ
 
একটা কথার জন্য সূর্যও হয় অন্ধ
একটা কথার জন্য ভেতরে বাইরে এত এত দ্বন্দ্ব    
আর একটা কথা যদি না বলা যায়
এ আকাশটা ওড়ে যায় কোন শূন্যতায়
একটা কথার জন্য কত বিকিকিনি
একটা কথার জন্য কথাটা কী ভাববে না রোহিণী!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...