প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২
মুনাফিক স্বজন
আজকাল বরাক নদীর জলে
জ্যোৎস্নার আলো উপচে পড়লে
আমি ভীষণ অস্থির হয়ে উঠি
জল ছল ছল করে চোখের কোণে।
বুকের ভিতর এক ঝাঁক আহত পাখি
ডানা ঝপটায়, বেদনায় ছটফট করে;
সুদূর অতীত থেকে অজস্র ঘাতক শর
যেন আমাকে চৌদিক থেকে বিদ্ধ করে।
বরেন্দ্রী থেকে বরাক সর্বত্র একই ধারা
প্রলোভনে পড়ে মুনাফিক স্বজন
অর্থ ও ক্ষমতার কাছে নতজানু হয়ে
কি নিষ্ঠুর!
হরির চরিত্র করে অনুসরণ।
বিষ বীজ
জন্মের ওপারে কোন ঈশ্বর বসে নেই
যে লিখে রেখেছে আমাদের ভাগ্য
বরং এখানেই রয়েছে নিষ্ঠুর অমানুষেরা!
যুগের পর যুগ ধারাক্রমে
অমানবিক ব্যুহ তৈরি করে যারা
অবদমিত করে রেখেছে আমাদের
নিশ্চিত করে রেখেছে অবনমনও আবার।
জননী জঠর থেকে বেরোনোর পরই
নানা বিধ আচার-সংস্কার দিয়ে শুরু
তারপর একে একে বর্ণভেদ জাতপাত
ভাষা ধর্ম ধনী-গরীব ইত্যাদিতে বিভাজন।
প্রতিটি বিষয়ই এতটা সূক্ষ্ম এবং নিখুঁত যে
তলিয়ে না ভাবলে বুঝা-ই যায় না
কারা, কেন করেছে এই বিষ বীজ বপন!
খুব সুন্দর
উত্তরমুছুনThanks 🙏🏻
মুছুনঅনেক সুন্দর
উত্তরমুছুনধন্যবাদ 🙏🏻
উত্তরমুছুন