সুস্মিতা অধিকারী
অন্তস্থলে মৃদু-মন্দ হৃদিপটে শরৎ
কালের স্তব্ধ দরজায় মা তোর নিমন্ত্রণ!
কেতকী-যুঁথী, কাশ ফুলে সাদা মেঘ
মাধুকরী হয়ে ভেসে যায় দিগন্ত
এই শরৎতের ভালোবাসায়!
শারদ প্রাতে মাতৃবন্দনায় হোক
সমস্ত যন্ত্রণার অবসান, মৃত্যুর মহাপতন কারাগারে
মানুষরূপী নারী ভোগী চন্দ ও মুণ্ডের নিধনে
নেমে আয় মা।
প্রত্যেক নারীর নরমূর্তিতে মিশে যা তুই
শিকল ছেড়ে প্রাণ ঢেলে দেয় মা
তোর আগমনীর অর্ঘ্যে।
বাকি থাক জীবন সুখের গন্ধ
উৎসবে হোক সব অগোছালো
পথের ইতি!
জগৎ ত্রাণে আবার একত্রে
বোধন হোক মা নেমে আয়
চেতনার শক্তি মন্ত্র উচ্চারণে --
"ইয়া দেবী সর্ব-ভূতেষু চেতনেত্য-অভিধিয়াতে।
নমঃ-তস্যৈ নমঃ-তস্যৈ নমঃ-তস্যৈ নমো নমঃ।।"
বোধন
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
নিজের প্রতিধ্বনি । চয়ন ঘোষ । একেকটা রাত যেন ভাঙা কাচের মতো, ধরে রাখলে হাত কেটে যায়, আর ছেড়ে দিলে রক্ত থেমে যায়। আম...
-
নিঃশব্দতা । পিংকী দাস । নিঃশব্দতার ভেতরেও গল্প লেখা হয় শব্দহীন এক অনুভবে জেগে থাকে ক্ষত। সেঁজুতির আলসে সন্ধ্যা...
-
একটি পবিত্র তীর্থস্থান নুনকুলি । রাহুল দাস। বরাক উপত্যকার কাছাড় জেলার অন্তর্গত একটি গ্ৰাম হলো শ্রীকোনা লালমাটি। গ্ৰামটি শহর থেকে প্রায়...
-
গল্পের পিরামিড । শাশ্বতী পুরকায়স্থ (চৌধুরী) । মনের ক্যাম্পাসের করিডরে আত্মহত্যা করছে, এক রং তুলির ফেস্টুন। ফুলকারীরা তখন আবছায়ার মাঝে- অসংয...
-
কুয়াশা । রিপন দাস । তুমি আমি দুইজনে চোখে চোখে হল কথা, হাঁটতে লাগলাম একা মনে কিভাবে হবে দেখা? সম্পূর্ণ কবিতা...
আকর্ষণীয় পোষ্ট
এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম
। চান্দ্রেয়ী দেব । ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন