বোধন

সুস্মিতা অধিকারী

 

অন্তস্থলে মৃদু-মন্দ হৃদিপটে শরৎ

 কালের  স্তব্ধ দরজায় মা তোর নিমন্ত্রণ!

কেতকী-যুঁথী, কাশ ফুলে  সাদা মেঘ

মাধুকরী হয়ে ভেসে যায় দিগন্ত

এই শরৎতের ভালোবাসায়!

 

শারদ প্রাতে মাতৃবন্দনায় হোক 

সমস্ত যন্ত্রণার অবসান, মৃত্যুর মহাপতন কারাগারে

মানুষরূপী নারী ভোগী চন্দ ও মুণ্ডের নিধনে

নেমে আয়  মা।

প্রত্যেক নারীর নরমূর্তিতে মিশে যা তুই

শিকল ছেড়ে প্রাণ ঢেলে দেয় মা

তোর আগমনীর অর্ঘ্যে।

বাকি থাক জীবন সুখের গন্ধ

উৎসবে হোক সব অগোছালো

পথের ইতি!

 

জগৎ  ত্রাণে আবার  একত্রে

বোধন হোক মা নেমে আয়

চেতনার শক্তি মন্ত্র উচ্চারণে --

"ইয়া দেবী সর্ব-ভূতেষু চেতনেত্য-অভিধিয়াতে

নমঃ-তস্যৈ নমঃ-তস্যৈ নমঃ-তস্যৈ নমো নমঃ।।" 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...