![]() |
চান্দ্রেয়ী দেব |
। চান্দ্রেয়ী দেব ।
নিঝুম রজনী আমি তোমাকে চাই...
প্রহর অন্তিমের দালানে পৌঁছে যেতেই
গুটি কয়েক ঝিঁঝিঁপোকার কথোপকথনে
একলা জেগে থাকা চন্দ্রমার গা ছুঁয়ে
নিস্তব্ধতা ভেসে আসে সুদূর পথ হতে
সবুজ পাশে এসে বলে এই রাত শুধু তোমার।
নেই কোলাহল, নেই কোনও চিৎকার
নেই কোনও লড়াই, নেই কোনও আর্তনাদ
নিরিবিলি রাতের বক্ষে আছে আড়ালে নীরবতা
এই নীরবতার মাঝে খুঁজে ফিরি
অজানার ঘোরে হারিয়ে যাওয়া নিজস্বতা
নির্জনতায় রেণুর স্তূপে নত হয়ে থাকা
অজস্র শব্দের সমাহার চোখ তুলে তাকায়
সেই চোখের দিকে সেখানে দাগ কেটে আছে ক্লান্তির ছাপ
মজবুত সুতোর বন্ধনে
ধীরে ধীরে বাঁধা পড়ে যাই দুজনে।
নিঝুম রজনী আমি তোমাকে চাই ...
কবিতার সাগরে যখন ডুব দেয় এই মন
চিন্তায় জড়িয়ে থাকা প্রাচীর ভেঙে তলিয়ে যায়
ভাবনার ভয়ঙ্কর ঢেউয়ের অন্তর্ভাগে।
নিঝুম রজনী আমি তোমাকে চাই,
কবিতা এসেছে তোমারই জন্য আমার কাছে
কারণ প্রতিটা রাত জানে
কতটা নির্জন হলে
মন আর কবিতা সমার্থক হয়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন