প্রাত্যহিক

[প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)]

মৃদুলা ভট্টাচার্য

      । মৃদুলা ভট্টাচার্য ।

১ । 

প্রাত্যহিক জীবন ভ্রমণে নিষেধাজ্ঞা হীন পথ ঘুরে ঘুরে 

সহজে গড়তে পারি অতলান্ত স্মৃতির সুবিশাল অট্টালিকা। 


২ ।

চারদিকে হাহাকারে শূন্যতা ছড়ানো মিথ্যা প্রশ্রয়ের হাসি, 

মুখোশের আড়ালে মুখগুলো ক্রমে ক্রমান্বয়ে বেরিয়ে 

আসে

সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে থাকা তুচ্ছতাচ্ছিল্য জীবনের শেষমুহূর্তে। 


একরাশ ভালোবাসা ছড়ানো উঠোনে বিশৃঙ্খল মুর্খের দল 

অবলিলায় শায়িত করে কুঁড়ি পাপড়ির স্বপ্ন আঁকা শরীর 

লাঞ্ছনায় বিধ্বস্ত সময়ের পদভারে কাঁপে পৃথিবীর বুক ।


সকাল থেকে রাত অপেক্ষায় কাটে বিচারের আর্তনাদে 

সংকটে মানুষ খুঁজে পায়নি মানুষকে ঘর-বাহির কোথাও 

তবু, অন্ধকার হাতড়ে চলে আগামীর আলো হাওয়া খুঁজতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...