পরিত্রাণ

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

প্রমিলা দাস ।

মুদলে আঁখি

যায় উড়ে পাখি,

দূর তেপান্তরের মাঠে

সাত সমুদ্র তেরো নদীর ঘাটে।

ভূমিতে লুটায়ে

সাধের তনু,

নিয়ত হাসে মরীচিকা

তুলসী তলায় প্রদীপ জ্বেলে,

পড়িয়ে শ্বেত পরিধান।

আঁখি ঝড়ে শোকের আলিঙ্গনে,

বসব আবার নতুন উঠোনে।

বিধির বিধান হয়না খন্ডন

জীবনের শেষ মরণ,

যাহা চিরন্তন আসবে একদিন

কচি প্রাণ হবে পুনঃ প্রবীণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...