এসো অলৌকিক শক্তিময়ী

চন্দ্রিমা দত্ত

  [প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)]

              । চন্দ্রিমা দত্ত ।

তোমার পাঁজর ভেঙ্গে, শরীর মুচড়ে

রেখে যায় যারা কাম ও প্রতিহিংসার চিহ্ন

তাদেরকেও লালন করে এই দেশ, এই কাল

তিলোত্তমা, তুমি তাদের ক্ষমা করো না।

                   

মৃত্যুর ওপাড় থেকে ফেরো, স্পষ্ট দিনের আলোয়

পাষণ্ডদের নির্মম শাস্তি দাও, মৃত্যুদণ্ড দাও

অলৌকিক সে দৃশ্য দেখুক বিশ্ব

তোমাকে জাগ্রত করুক অলৌকিক ক্ষমতা।

                        

শারদ উৎসব পরিবেশ আজ রণংদেহী

এই হাওয়া, রোদ্দুর, তোমার রক্ত, চিৎকার

আজ বিচার চায়, বিচার চায় নারী

দীর্ঘ নরক-যাপনে ক্লান্ত তারা, অবসন্ন...

                     

তোমার শানিত ত্রিশূল নিয়ে এসো অভয়া

তুমিই আজ অসীম তেজে রুদ্রাণী মাদুর্গা  ...


২টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...