।। মৃদুলা ভট্টাচার্য ।।
সৃষ্টির তুলিতে যে গভীরতা রয়েছে
বোধের সচেতন অঙ্কুরিত বীজ
তা ক’জন জানে! ছড়ানো জনজীবনে
রহস্যের মায়াজাল বোনা হচ্ছে
অন্তরালে ব্যাপক বিশালতা
প্রতিনিয়ত আবদ্ধ মানবিক বোধ!
বিদ্বেষ আর হিংসার সাম্প্রদায়িক ভূমিতে
ওইসব বীজের অঙ্কুর মুষড়ে অজানা
এক অমোঘ ছায়ায় সমাজ নামক শরীরে
লেপন করা হয় কর্দমাক্ত বিবর্ণ রঙ
অজানা আতঙ্ক আশঙ্কায় টুটিটিপে
ভালবাসার সবুজ হৃদয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন