বুধবার, ২৪ জুলাই, ২০২৪

প্রতাপ : অনলাইন-৮

  শৈলেন দাস

। ভয় ।

কিছু সুন্দর মুহূর্ত যেমন

আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা 

বা অন্যকোন সেবামূলক কাজে

নিজেকে জড়িত রাখা

আমার আত্মতৃপ্তি বা শ্লাঘার কারণ।  পুরো কবিতা পড়ুন ❤


মমতা চক্রবর্তী 

। সেই কিশোরী ।

নৌকার পিঠে 

আলকাতরা মাখা ছেলেটির   

 চোখ - কান চঞ্চল হয়ে ওঠে

 সেই কিশোরীর জন্য

 পুরো কবিতা পড়ুন ❤                                                     

  

    অজিত দেবনাথ 

     । শেকল বাঁধা প্রাচীরে ।

তবুও যেতে হয় সমস্ত বন্ধনীর ওপারে 

অব্যক্ত ভালোবাসার দহনে

যেখানে বৃক্ষ সেজে ওঠে স্নায়ুর ধারাজলে 

উত্তরের হাওয়ায় নড়ে অহিংসার ধূলিকণা  পুরো কবিতা পড়ুন ❤


   চম্পক সাহা

 । বন্যার তান্ডব ।

বাঁশের বেড়া, টিনের চাল 

দিবা রাত্রি থাকি সুখে

পাহাড়ে বৃষ্টি, নদীর বুক ভেসে 

চোখে মুখে আতঙ্কের ছাপ!

পুরো কবিতা পড়ুন ❤



  প্রমিলা দাস

          । আশা ।

আশায় ভরা মধুময় জীবনে

     মানুষ আশায় বাঁচে 

আশা আছে বলেই সবার জীবনে

     আনন্দে খুশিতে নাচে।    পুরো কবিতা পড়ুন ❤

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...