। পিংকী দাস ।
নিঃশব্দতার ভেতরেও গল্প লেখা হয়
শব্দহীন এক অনুভবে জেগে থাকে ক্ষত।
সেঁজুতির আলসে সন্ধ্যাতারা আনাড়ি হাতে
স্মৃতি হাওড়ায় বুড়ো ছাতিমের হিম গন্ধে।
প্রতিটি নিঃশ্বাসে জমে থাকা না-বলা কথা
লিখিত হবে শব্দহীনতার বুকে নীরব ছন্দে
পদ্মঝিলে প্রহর গোনা দলছুট গঙ্গাফড়িং
অপেক্ষার উপত্যকা পেরোয়,
মূষিকের মতো জবুথবু পায়ে হেঁটে হেঁটে
চলে গেল কত কত নিশ্চল শীতার্ত রাত।
অন্ধকারের আবছায়ায় নেমে আসে নিঃশব্দ দহন,
মুহুর্তরা আটকে থাকে স্মৃতির বেড়াজালে....
এই মধ্যবর্তী স্তব্ধতায় এক অদ্ভুত প্রশ্ন জাগে
এ তবে কীসের সূচক?
তবু পা চলছে নীরবে...
প্রশ্ন, দ্বন্দ্ব আর জটিলতা শেষে
রাতের তারাদের মাঝে ভাসতে থাকা–
শব্দের অবয়ব হয়ে ওঠে আমার নৈঃশব্দ্যের সঙ্গী।
এই কবিতার প্রতিটি ছত্র যেন
আমার অস্তিত্বের নীরব সাক্ষ্য বহন করছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন