। জয়শ্রী ভট্টাচার্য ।
সম্পর্কের সব যোগাযোগ
সম্পর্কের সব যোগাযোগ
ছিন্ন হয়ে গেলে,
আমি ঝরাপাতা দের সাথে কথা বলি,
সূর্যাস্তের শেষ রশ্মিটুকুর সাথে
নিজেকে একাত্ম করে নিই।
আজ আকাশ ভেঙে নামুক প্রবল বৃষ্টি
মুখোমুখি বসব দুজনে
আমার একলা থেকে একলাতর হওয়ার
গল্পকথা আজ তোমাকে শোনাবো বৃষ্টি।
স্বপ্ন-পোড়া ছাইগুলো তো
উড়িয়ে দিয়েছি কবেই ,,,,,
ভাবনাগুলোরও ইচ্ছে ভেলায় ঠাঁই হলো না
আজ মেঘভাঙা বৃষ্টি নামুক,
আসুক ঝড়ো- হাওয়ার উদ্দাম ঘূর্ণি
ধোঁয়ে মুছে যাক মমতার কিংবা ঘৃণার
শেষ ছিঁটে ফোঁটা ও
বৃষ্টি নামুক বৃষ্টি নামুক,,,,,

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন