আলাদ্দীনের প্রদীপ


      । আব্দুল হালিম বড়ভূইয়া ।
                

মানুষের বেঁচে থাকার উৎস তুমি, আকাঙ্ক্ষা
তোমার চক্রব্যূহে হাবুডুবু খায় এ শহর
আলাদ্দীনের প্রদীপের মিটমিট আলোয়
বেড়ে যায় তোমার কদর আরও সহস্রগুণ।


আজকাল সভ্যতা বলতে আমরা যা বুঝি
চুম্বকের বিকর্ষণ নতুবা ঘাসহীন উদ্যান
যেখানে আলাদ্দীন তাঁর প্রদীপ জ্বালায় না
যেখানে দুরাশারা খেলা করে বারোমাস।

আলাদ্দীন তাঁর প্রদীপের গল্প কত বলে
আমরা বুক ভরে শুনি নিজের মত করে
আশ্চর্য গুলো কেবল উঁকি মারে ভেতরে ভেতরে
এ যেন পি . সি জাদুকরের মায়া মাত্র।

আলাদ্দীন প্রদীপটা জ্বেলে তুমি ভুল করেছিলে
তোমার প্রদীপের নেশায় মানুষ জ্বলে ছাই হয়
আশ্চর্য প্রদীপের সেই মোহময়ী গুণ আর নেই
এখন সেই প্রদীপ পাগলা গারদের ফুটো বালতি।

আলাদ্দীন তোমার প্রদীপ তুমি সামলে রাখ
সেই প্রদীপে হোঁচট খায় কত অসহায় পতঙ্গ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ; প্রথম খণ্ড

সম্পাদকের কথা ....      ডিজিটাল যুগে সাহিত্য, ভাবনা ও মতপ্রকাশের পরিসর নতুন করে সাজানো হয়েছে। অনলাইনের দ্রুততা, সহজলভ্যতা ও বহুমাত্রিক পাঠকস...