। আকাশ দাস ।
একলা পথে চলতে এখন বড্ড ভালোবাসি,
নিজের মাঝেই খুঁজে পাই সব সুখ আর হাসি।
প্রয়োজন নেই মিথ্যে মায়ার, নেই কোনো পিছুটান,
নিজেকে নিয়ে বাঁচার মাঝেই খুঁজে পাই সম্মান।
জীবনভর এই একলা আকাশেই মেলাব দুই ডানা,
অন্য কাউকে ভালোবাসতে আজ আমার বড় মানা।
নিজের প্রেমে মগ্ন হয়েই কাটবে বাকিটা পথ,
সুখে থাকার তরে এই তো আমার শ্রেষ্ঠ অভিমত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন