। তানিয়া দাস ।
কুয়াশায় চাদর টেনে
ঘুম ভেঙে মাঠের আলপথে,
শিশিরে ভেজা ঘাসে
পা ডুবালে শরীর কাঁপে।
খড়ের গাদায় রোদ পড়ে
আলসে হয়ে,
গরুর গলায় ঘণ্টা বাজে—
দিন শুরু হয় নরম শব্দে।
চুলোর ধোঁয়া ওঠে সোজা আকাশে,
মায়ের হাতে গরম ভাত;
শীতল আঙুলে ধরা মাটির হাঁড়ি
বুকের ভেতর উষ্ণতা রাখে।
পুকুরপাড়ে রোদ পোহায় বৃদ্ধরা,
চা আর গল্পে ধীরে গলে যায় কুয়াশা।
গ্রামের শীতের সকাল—
কম শব্দে, বেশি শান্ত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন