।।'প্রতাপ' পূজা সংখ্যা - ১৪২৫।।
জীবন ক্রিয়া
যন্ত্রের মতো ছুটে চলা জীবনে
ঝড় বৃষ্টি গা পুড়ানো রোদের দহনে
ফুটেছিল বসন্তের একবিংশ ফুল
সীমাহীন প্রেমে অবিরত মশগুল--
বুক পকেটে রাখা যত্নের চিটি
মরচিকায় অস্পষ্ট বর্ণগুলির চিমটি
এখনো মনে করিয়ে দেয় অতীত!
ব্যস্ততার ফুলদানি গোছানো বেমানান
শূন্যতার খাতায় সংযোজন ম্রিয়মাণ।
অবাধ্যতায় সর্বন্তকরণে বিষধর বিষফনা
দংশিতে দংশিতে বিনাশিবে পাওনা।
দেনার বহরে ভারাক্রান্ত হৃদয় বীণা
আত্মসংকোচনের বিলোপে এক ধাপ
এভাবেই সুচনাতে পতন হয়..!
অতীত হাঁসায় নিভৃতে কাঁদায়
নবীন দ্বারের খিল বিভ্রাট ছুটায়।
যৌবন বিমুখ তারুণ্য জ্যান্ত অভিশাপ
স্রোতের বিপরীতে জন্মাতে পারে নব ধাপ।
মিষ্ট অতীত, কষ্টের অতীত, দুঃখের অতীত!
এসব বলা বাহুল্য তারুণ্যের ভাবনায়
দিগন্তের পর দিগন্ত উন্মোচনের অপেক্ষায়
অতীতের ব্যার্থতা এগিয়ে যেতে শেখায়--
আর এটাই জীবের জীবন ক্রিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন