রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

জয়মণি দাস এর দুটি কবিতা

।।'প্রতাপ' পূজা সংখ্যা - ১৪২৫।।

সরল পাথর

রাস্তার দু-পাশ, লোকটির জানা নেই
সে কোনদিকে ছোটবে?
রাস্তা এখন খুব ব্যস্ত।
আসলে নগরজীবন তো!
সে ছুটছে অনবরত
সে অনন্ত সীমাহীন গতির দিকে ছুটছে
নাগরিক এখন ব্যস্ত
নিজস্বতায় মগ্ন।
এখন প্রকৃতিও খেয়ালখুশি মতো চলে না
চালানো হয়,
আসলে সবই এখন মানুষের মুঠোয়
চলে এসেছে।

স্বাধীনতা বিলাসিতায় মত্ত।
যে লোকটি শহরের রাস্তা পার হতে পারছিল না
আজ সে ফ্লাইওভারে হুন হুন করে চলছে।
লোকটি যন্ত্রে পরিণত হয়েছে,
গ্রামের সরল স্নিগ্ধ জীবন
শিখে নিয়েছে ধান্ধাবাজী।
আসলে মানুষ শিক্ষা নেয় না, দেখে
অনুকরন করে
পাথর হয়ে যায়।

....

ভালোবাসা ভালোবাসে ভালোবসতে

সবুজ পাতা নিচের পাথরকে শিশিরের বিন্দু দেয়
শুষ্ক পাথর
বিন্দুতে মন মিটে  না।
পাথর থেকে শেওলা গজেছে
জলের কণা বেসে যায়
সবুজ গাছের স্রোতে।
পায়ের পাতার সাহায্যে ভেগে আনবার
চেষ্টা করে পাথর
সে খাঁমটি মেরে ধরে রাখে
ছাড়তে চায় না তার অসার জীবনের সাথীকে।

ঝোলে থাকা পাতা আবার উষালগ্নের
কুয়াশার কণা
বারিদ বিন্দু দান করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...