।।'প্রতাপ' পূজা সংখ্যা - ১৪২৫।।
আমৃত্যু
আমৃত্যু
তোমাকেই ভালোবেসে যাব,
সেই কম্পিত ঠোঁট আর
চেনা পেলব দেহের ঘ্রাণ
আমায় টানে বারংবার।
আজও উন্মাদের মতন আমি
ছুটে যাই তোমার ডাকে
মৃত্যু জেনেও সেখানে...
তোমাকে পাওয়ার কামনা
এ জন্মে আর গেলো না।
এবারের মতো না হয় চলে যাব,
তবে আরেকটা কথা —
জন্মান্তরবাদ বলে যদি কিছু থাকে
সেই জন্মে আমি তোমাকে আমার
জীবনসঙ্গী হিসাবে চাই , কারণ
এ জন্মে তুমি অন্যের...
তাই তোমাকে আর পাওয়া হলো না।
কিন্তু , পরের জন্মে তুমি আমার
সেই অতৃপ্ত আকাঙ্ক্ষা নিয়ে আমি
প্রতিদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি...
....
সবাই উদ্বাস্তু
হে রাজন !
একটু ভেবে দেখুন,
এ পৃথিবীতে আমরা কেউই
আগে আসিনি ; এসেছে ভূমি
এবং এখানে অধিকার নেই আমাদের
তথাপি আমরা পৃথিবীতে বসবাস করি।
তাহলে কিসের আপত্তি আপনার ?
এক খন্ড মাটি নিয়ে ......
ব্রহ্মপুত্র কিংবা বরাক
হাঙরের মতো যখন খায় গিলে তখন
কোথায় থাকে আপনার খবরদারি ??
অন্তরাত্মাকে জিগ্যেস করে দেখুন
কোনো না কোনোভাবে আমরা
সবাই উদ্বাস্তু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন