রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

রাজু দাস এর দুটি কবিতা



সুখ

সুখ, সে কেমন কখনো দেখিনি

কি তার প্রাচুর্যতা

আজও বুঝতে পারিনি

শুধু আধঘুমা অবস্থায়

প্রতিদিন স্বপ্নেই আসে

রাতের অন্ধকারে হাজার

সুখের গল্প নিয়ে

রাতের শেষে সেই কুঁড়েঘর

মাটির দেওয়াল আর বিন্না ছনেরচাল।

জানো!

মাঝে মাঝে খুব ভয় হয়

কখন জানি উড়িয়ে নেয়

ঝড় তুফানে ওই ঘর

তখন লন্ঠনের আলোও নিবে যাবে

থাকবে পড়ে অন্ধকার আর অন্ধার।

সত্যি খুব কষ্ট হয়,

সমগ্র পৃথিবীটাই ছলনা

সুখ নামে কিছুই নেই।।



বন্ধু

ওরে বন্ধু

আমি কখনো ভাবিনি

তুই যে আবার ফিরে আসবি

ওই নীল আকাশে

রামধনুর সাত রঙে রঙিন হয়ে।

সত্যি,

আমাকে চমকে দিলে!

যেনো বৃষ্টি মাঝে এক ঝলক রোদ্দুর

আধার রাতে ফুটফুটে জোৎস্না

আর ব্যস্ত মনে বুক ভরা হাসি।

আমি কখনো ভাবিনি

বন্ধুত্বের যে এতো টান

যাকে ভুলতে গেলেও ভুলা যায়না

বার বার মনে পরে

তার সাথে কাটানো সময় ও স্মৃতিগুলো

আর সেই স্মৃতিই একদিন

পৌঁছে দেয় ওই ঠিকানায়

যেখানে স্নেহ ভালোবাসা

মায়া মমতার ভান্ডার,

রাগ অহংকার হিংসা নিন্দা

কিছুই নেই শুধু হাসি খুশির জমজমাট।

ওরে বন্ধু এ কেমন সম্পর্ক

যার গভীরতা এতো অসীম?


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...