রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

সুমঙ্গল দাস এর দুটি কবিতা



।।'প্রতাপ' পূজা সংখ্যা - ১৪২৫।।


মহামায়ার আগমন


হে মা মহামায়া তুমি মায়ার কান্ডারি
তোমার আগমনের শুভবার্তা মহালয়ার দিনে।
বহিবে মৃদু বাতাস তোমার আগমনের লগ্নে
উচ্চারণ করবে সব তোমার মহামন্ত্র জপ।
প্রাতঃকালে যুবক, বৃদ্ধ, শিশু করবে প্রাতঃভ্রমণ
জলের স্রোতের ন্যায় বহিবে নদীর কিনারায়
এ অপূর্ব মানব স্রোত সংযোগ করিবে ধরায়।
ষষ্ঠীতে মন্দির প্রাঙ্গণ খুলে যাবে প্রবেশ দ্বার
স্বপরিবারে গ্রহন করবে আসন,শান্তি করবে দান
মহাপ্রসাদ বিতরণ হবে সপ্তমী, অষ্টমী, নবমীতে
মানব ভক্তি স্রোতে কল্যাণ ধারা করবে উপভোগ।
খুব আনন্দ উলুধ্বনি শুনবে তুমি শঙ্খ ধ্বনি
ফুল স্পর্শে চরণ ছুঁয়ে তোমায় জানাবে নিবেদন।
সবাইকে মায়ার বন্ধনে আবদ্ধ রেখে ফিরবে দশমীতে
তোমার এই যাত্রা পথে ধ্বংস হবে অশুভ শক্তি
একে অপরের আলিঙ্গনে হউক সবার মুক্তি।

...


দীপাবলি


দীপাবলি আতশবাজি ডুরুম ড্রাম শব্দ
ফুরুত করে উঠে রকেট পোকামাকড় লুপ্ত।
চৌদ্দ পুরুষের চাই প্রদীপ জ্বলে সবার ঘরে
এটম বম্ ফাটে যখন কম্পন উঠে বুকে।
আটাশ ফাটে ফুরুট ফারাট জ্বালায় মোমবাতি
গুরুম গারাম শব্দ শুনি অমাবস্যা রাতি।
আটাশ বম্ এটম বম্ বাচ্চারা না ধরে
বড়োরাও ফাটাও তবে ঘর থেকে দূরে।
টুনিসেট বিদ্যুৎ জ্যোতি আলো করে রাত
বারুদ নিয়ে মত্ত সবাই খেয়াল রাখো হাত।
ঘোর জংগল অরণ্য বনে ডাকিনী যোগিনী সাজে
রুদ্ররূপি মহাকালী ব্যাস্ত নিধন কাজে।
মহাকালীর মহাপ্রসাদ চাইনা এবার সুরা
যুবকদের বলো মাগো মদ ছাড়ো তোরা।
অসুর রূপি মদের নেশা হউক সবার পতন
বধ কর সুরা পান সমাজ কর গঠন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...