উজ্জ্বল নক্ষত্র

প্রতাপ : অনলাইন-৪১

। রাখী দাস ।

মিটমিট করা তারাগুলোর মনের কথা—
কেউ কি কখনো বোঝে?
যখন একটি তারা ভেঙে পড়ে যায়,
তখন কে-ই বা তাহাকে খোঁজে?
ওই একটি-দুটি তারাগুলো
কোথায় যে যায় হারিয়ে,
তাহা কি কখনো জানতে পেরেছো,
ওই মহাকাশ পেরিয়ে?
অন্ধকারে রূপ দেখিয়ে
হাজারো তারার মাঝে,
চারিদিক উজ্জ্বল করে দিয়ে
চন্দ্রমা যে সাজে।
বিশাল আকাশের বিশাল নক্ষত্র,
থাকে তাহারা সবাই স্বতন্ত্র;
রাতের আনন্দ দিনে শেষ,
তবুও আশা থাকে বিশেষ।

২টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ; প্রথম খণ্ড

সম্পাদকের কথা ....      ডিজিটাল যুগে সাহিত্য, ভাবনা ও মতপ্রকাশের পরিসর নতুন করে সাজানো হয়েছে। অনলাইনের দ্রুততা, সহজলভ্যতা ও বহুমাত্রিক পাঠকস...