। রাখী দাস ।
মিটমিট করা তারাগুলোর মনের কথা—
কেউ কি কখনো বোঝে?
যখন একটি তারা ভেঙে পড়ে যায়,
তখন কে-ই বা তাহাকে খোঁজে?
ওই একটি-দুটি তারাগুলো
কোথায় যে যায় হারিয়ে,
তাহা কি কখনো জানতে পেরেছো,
ওই মহাকাশ পেরিয়ে?
অন্ধকারে রূপ দেখিয়ে
হাজারো তারার মাঝে,
চারিদিক উজ্জ্বল করে দিয়ে
চন্দ্রমা যে সাজে।
বিশাল আকাশের বিশাল নক্ষত্র,
থাকে তাহারা সবাই স্বতন্ত্র;
রাতের আনন্দ দিনে শেষ,
তবুও আশা থাকে বিশেষ।

বাহ্
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুন