শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

প্রতাপ : অনলাইন-২০


   সময়ের স্রোত 

       । রুমা দাস ।

সময় চলে যায় নীরবে,

স্মৃতির পাতায় আঁকা রবে।

যেখানে ছিলাম একদিন,

সেই পথ খোঁজে মন আবেশে।


তুমি এমনি এমনি এসো

। সোমদত্তা দাস ।

    আজও অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছে তারা। প্রায় ১২টা নাগাদ। না, বাড়িতে কেউ নেই। সে একা। ব্রেকফাস্ট আজও কামাই। ব্রাশ করে ঝটপট তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পরে সে। আজকের দিনটা বাড়িতে বসে হৈচৈ দেখে কাটাতে রাজি নয় সে। কাজের চাপে বই পড়ার অভ্যেসটা প্রায় ছুটেই গেছে, এখন এন্টাড়টেইনমেন্ট মানেই web series পুরো গল্পটি পড়ুন ] ❤



        মরীচিকা 

        । অভিজিৎ দাস ।

এই জীবন নামক গোলকধাঁধায়

পাচ্ছি না খুঁজে দিশা!

দিশার খোঁজে ছুটতে গিয়ে

মরীচিকায় খাচ্ছি ধোঁকা!





      পিসির বাড়ি

      । সৃষ্টি মজুমদার ।

   থাকি আমি পিসির বাড়ি 

    মায়ের সাথে দিচ্ছি আড়ি,

   পিসি পড়ায় পিসি খাওয়ায়

   আনন্দে আমার দিন যে যায়,

   বড় হয়ে সখ পুলিশ হবো

   চোর বদমাশ সবাইকে ধরবো,

  পুরো কবিতাটি পড়ুন ] ❤

  


 আমার তুমি

    । চাঁদনী দাস ।

আমার হবে সেই তুমি-

যে থাকবে অনতিদূরে,

আপন মনের মণিকোঠায় রাখবে আমায় আগলে।

সময়ের দ্বিধা-দ্বন্দ্বেও চেনা হাতটা চেপে বলবে-

ভয় করো না আমি তো রইলাম।

পুরো কবিতাটি পড়ুন ] ❤

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

প্রতাপ : অনলাইন-১৯


      তোমারই নামে

              । মাম্পী দাস।

আমি তো ছিলাম দুঃখে ভরা এমন এক বই

যাকে নাকি খোলা দায়!

পাঠক বললে তো তোমায় বলি সেরা

যে বইটি শুধু খোলোনি পাঠও করেছো বটে।

পুরো কবিতাটি পড়ুন ] ❤



  হিসাবের গরমিল

        । রিপন দাস ।

  অনেকদিনের পুরনো খাতা-

  দেখে মনটা কেঁপে উঠল,

  প্রথম পৃষ্টায় তোমার নাম

  এ কি, এখনও আছো!

পুরো কবিতাটি পড়ুন ] ❤



  বসন্তের ছোঁয়া 

      । রাহুল দাস ।

আজি বসন্তের ছোঁয়া 

লাগলো প্রাণে,

মন যে করে উড়ু- উড়ু 

নানা বাদ্যে বাজনা বাজে 



  ভেসে উঠে তোমার মুখ 

  । নবীনকিশোর রায় ।

  প্রতিদিন লোক্যাল ট্রেন 

  তোমার শহর ছুঁয়ে যায়... 

  জানা অজানা যাত্রী ভিড়ে

  এক নজর দেখার ইচ্ছা, 

  [ পুরো কবিতাটি পড়ুন ] ❤



 নিজেকে

। স্বাতীলেখা রায় ।

নিরুদ্দেশ মেঘের 

বৃষ্টির উষ্ণতায় 

দেখেছ কী 

নিজেকে! 



 

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...