। মাম্পী দাস।
আমি তো ছিলাম দুঃখে ভরা এমন এক বই
যাকে নাকি খোলা দায়!
পাঠক বললে তো তোমায় বলি সেরা
যে বইটি শুধু খোলোনি পাঠও করেছো বটে।
প্রথম দিনের তোমার হাসি, তোমার দেখা, তোমার বলা, তোমার চলা।
ভেবোনা শুধু সোন্দর্যে আকর্ষিত আমি।
সমুদ্রে ডুবন্ত এক স্থলজ প্রাণী অল্প বালুকারাশি দেখে,
যে প্রাণ নিয়ে ছুটে পালায় তারই কাছে।
তোমায় নিয়ে আমার ভাবনাও ঠিক তাই।
যাকেই দেখি তোমার প্রতিচ্ছবি।
নাম নিতেই উঠে আসে পুষ্পের ন্যায় তোমার নাম।
জানিনে তোমার ভাবনা কী . . .
তবে তোমারও যদি ঠিক তাই হয়।
চলে এসো আবারও কথা হবে কোন এক বেলাভূমিতে।
হয়তো বা বেঁচে আছি তোমারই নামে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন