। রাহুল দাস ।
আজি বসন্তের ছোঁয়া
লাগলো প্রাণে,
মন যে করে উড়ু- উড়ু
নানা বাদ্যে বাজনা বাজে
বসন্তের হয়ে গেছে শুরু।
ফাগুন মাস এসেছে
রঙিন হবে সব কিছু
প্রকৃতি সাজবে নতুন সাজে
প্রেমিক পাবে সাড়া
বিরহের ঘোর কেটে ,
থাকবে মিলনের জন্য তাড়া।
প্রেমের ছোঁয়া পাওয়ার জন্য
উতলা হবে প্রেমিকের মন,
কেউ কথা না রাখার ফলে
মনে যে নিরাশার সঞ্চার হয়,
ঋতুর রাজা বসন্তের আগমনে
কেটে যাবে তা,
হবে পুনঃ প্রত্যাশার সঞ্চার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন