। রিপন দাস ।
দিনরাত্রি তোমার মধুর সুর,
মনে উঠে বেজে।
চলে গেলে বহু দূর,
রাজপুত্র সেজে।
অপেক্ষায় ছিল অনেক ভাষা-
ছুঁয়া পাবে বলে
ব্যর্থ হলো সকল আশা,
হারিয়ে দিলে চলে।
সাতরঙা রামধনু খুশিতে আত্মহারা,
অসমের হটথ্রবকে নিয়ে।
শ্রীকৃষ্ণ-বিহীন এই নন্দনপাড়া
আজও আছে চেয়ে।
তরোয়াল হেতু শান দেওয়া,
যদি জীয়নর রং বোরে-
মায়া ক্যায়সে হ্যায় ইয়ে মায়া-
গানগুলো আছে ঘিরে।
প্রজ্জ্বলিত অসংখ্য তারাদের ভিড়ে,
মায়াবিনী রাতির বুকত।
নতুন প্রজন্ম থাকাবে ফিরে,
শিখিয়ে দেবে চলার পথ।
মেঘের আলয় স্বপ্ন নিয়ে
দেখেছিলে নতুন ভোর।
অসমবাসিকে নয়নের জলে ডুবিয়ে,
বিদায় নিলে সিঙ্গাপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন