অভিনয়

সুস্মিতা দাস চৌধুরী

 

ভালবাসার নামে 

কেন করলে অভিনয়

কি পাবে এর বিনিময়?

কেন করলে, এসব মায়ার ছল

চুপ করে আছো কেন?

কিছু তো বল?

এখনও কোন শান্ত নদীর তীরে

স্বপ্ন দেখি তোমায় ঘিরে

তোমার কি মনে পরে

সেই প্রথম  দিনের  গল্প ?

তুমি বলেছিলে অনেক কিছু

কিন্তু আমি বলেছি অল্প ।।

 

আজও লিখে রেখেছি

আমার পুরোনো সেই কথায়,

ডায়রির কিছু পাতায়

ফুটিয়ে ছিলে মনের মাঝে

মিষ্টি প্রেমের কলি

সেই বিরহে আজও জ্বলি

কেন করলে এমন বল না?

ভালবাসার নামে ছলনা

 আমি আজও লেখি

তোমায় আলপনায়

তুমি কি শুধু  থাকবে ,

আমার কল্পনায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...