অভিনয়

সুস্মিতা দাস চৌধুরী

 

ভালবাসার নামে 

কেন করলে অভিনয়

কি পাবে এর বিনিময়?

কেন করলে, এসব মায়ার ছল

চুপ করে আছো কেন?

কিছু তো বল?

এখনও কোন শান্ত নদীর তীরে

স্বপ্ন দেখি তোমায় ঘিরে

তোমার কি মনে পরে

সেই প্রথম  দিনের  গল্প ?

তুমি বলেছিলে অনেক কিছু

কিন্তু আমি বলেছি অল্প ।।

 

আজও লিখে রেখেছি

আমার পুরোনো সেই কথায়,

ডায়রির কিছু পাতায়

ফুটিয়ে ছিলে মনের মাঝে

মিষ্টি প্রেমের কলি

সেই বিরহে আজও জ্বলি

কেন করলে এমন বল না?

ভালবাসার নামে ছলনা

 আমি আজও লেখি

তোমায় আলপনায়

তুমি কি শুধু  থাকবে ,

আমার কল্পনায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...