ঘুড়ি উৎসব


 । প্রমিলা দাস ।
 
ঘুড়িঘুড়ি মন,
ফাগুনের পবনে ডাকে সারাক্ষণ।
হারানো ছেলেবেলা
পুনঃ শনবিলে দিল দেখা।
 
হাজার রাখালের এ প্রান্তর,
প্রফুল্লিত সবার অন্তর।
আজ ধন্য শনবিলের হাওর,
রামধনুকে হার মানিয়ে এ দুপুর।
 
সাদাকালোলালনীলসবুজ রঙে
পাঁচহাল মাঠ সজ্জিত আলপনার ঢঙে।
কত্ত ছোটাছুটিআনন্দকত হাসি
সবাই পুনঃ শৈশবে ফিরে আসি।
 
ছোট-বড় সবাই উড়ায় ঘুড়ি,
খাচ্ছে কুলের আচার আর ঝালমুড়ি।
আসবেন সবাই
উড়াবেন ঘুড়ি,
ভালোভালোবেশবেশ”—গাইবে গান ওড়ি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...