নববর্ষ উদযাপন বাঙালী সংস্কৃতির অপরিহার্য অংশ। তাই বাংলা সাহিত্যে নববর্ষ একটি বিশেষ জায়গা করে নিয়েছে। প্রচুর গল্প, কবিতা রচিত হয়েছে নববর্ষকে উপলক্ষ করে। আমাদের এই সংখ্যাটি এরই একটি সংযোজন। নববর্ষের আলোয় সবার জীবনের সকল অনুভূতি সত্য হোক।
-শৈলেন দাস
গভীর আলোয় চির নতুন বৈশাখী প্রভাত
চিহ্ন রেখে যাক তবে সুখপাখিটার।
মনের কোণে যত আবছা স্মৃতি মুছে যাক শেষের পথে
নববর্ষের বার্তা
। প্রণীতা দাস ।
পুরাতনকে বিদায় জানিয়ে
এলো নববর্ষ
সকলের হৃদয়ে জাগে তাই
নতুনের আনন্দ। পুরো কবিতা পড়ুন ❤
নতুন বছর নিয়ে আসুক সবার মনে,
ফিরিয়ে আনুক তার হারিয়ে যাওয়া ভালোবাসা ।
পুরো কবিতা পড়ুন ❤
। ছন্দা দাম ।
নতুন প্রভাতের অরুণ আলো প্রাণবায়ু ভরে যায় হৃদঅলিন্দেনব নব স্বপনে মননে গোপনে, নব ইচ্ছেরা সতত সুর সাধে।
কত ব্যর্থ আশা, জমাট দূরাশা গুমরে গুমরে মরে অবচেতনে..চায় মেলতে ডানা, ঝাপটায় দোটানা, তবু সাহসী মন না মানে।।
যুদ্ধের পাখি -২
। কিশোর রঞ্জন দে।
কথা ছিল ১৪৩১এর প্রথম রবিবারে
গুটিগুটি পায়ে জানালা খুললেই
নাকে আসবে গন্ধরাজের তুমুল বাতাস।
'ভারতবর্ষের শাশ্বত প্রাণ-বীণা' ঢুকবে কানে,
পুরো কবিতা পড়ুন ❤