এই ছবিটি নূতন আশা ও নূতন বছরের এক চমৎকার প্রতীকী বহিঃপ্রকাশ। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি অন্ধকার পথ বা সুড়ঙ্গের শেষে একটি উজ্জ্বল আলোর বৃত্ত। এটি আমাদের জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়: অন্ধকারের শেষে আলোর দিশা
ছবিটিতে কালো ও ধূসর রঙের আধিপত্য মূলত ফেলে আসা বছরের কষ্ট, হতাশা বা প্রতিকূলতাকে বোঝায়। কিন্তু পথের শেষে যে জ্বলজ্বলে বৃত্তটি দেখা যাচ্ছে, সেটি হলো নূতন বছর। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, রাত যত গভীরই হোক না কেন, সূর্যোদয় অনিবার্য। - জ্যোতি বসু দে।
বৃষ্টি নামুক
সম্পর্কের সব যোগাযোগ
নিজের প্রেমে মগ্ন
। আকাশ দাস ।
একলা পথে চলতে এখন বড্ড ভালোবাসি,
নিজের মাঝেই খুঁজে পাই সব সুখ আর হাসি।
প্রয়োজন নেই মিথ্যে মায়ার, নেই কোনো পিছুটান,
নিজেকে নিয়ে বাঁচার মাঝেই খুঁজে পাই সম্মান।
পুরো কবিতা পড়ুন




