রবিবার, ৩০ মার্চ, ২০২৫

প্রতাপ : অনলাইন-২২


 রুপময়ী চাতলার গ্রামের সৌন্দর্য

। সুজিতা দাস ।

    সবার কাছেই তাদের গ্রাম খুব সুন্দর ও আকর্ষণীয় একটি জায়গা । তেমনি আমাদের কাছে আমাদের গ্রাম খুবই আকর্ষণীয়। তার একটা কারণও আছে বটে। আমাদের হাওরের গ্রামগুলো অন্য গ্রামের থেকে একটু ভিন্ন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি তো বটেই,তার ওপর আমাদের গ্রামে এখন অবধি লাকড়ির চুলা প্রচলিত আছে।  পুরো লেখাটি পড়ুন ❤



  থালা হাতে নিরন্ন আমি

  । বিশ্বজিৎ মানিক ।

  সানাইয়ের সুর শুনে আমি

  বিয়ে বাড়িতে বসে আছি ত্রিভুজকোণে,

  টিকটিক সময় থেমে নেই

  অথচ আমার ক্ষুধা মরে গেছে ভীষণ ক্ষুধায়।

পুরো কবিতাটি পড়ুন ❤



অনন্ত কথামালা 

। অনন্যা ভট্টাচার্য ।

 তুমি দুঃখ 

 আমার অনভ্যাসের সুখ 

আমার একান্ত হারানো দিনের নীরবতা

আমার অনাগত ভবিষ্যতের যাপনকথা।

পুরো কবিতাটি পড়ুন ❤



  ভালোবাসার জলছবি 

  । ড. অর্পিতা দাস ।

  দিন দিন ফ্যাকাসে হচ্ছে ভালোবাসার রং,

  গোলাপও আজ রং পাল্টে

  ক্যাকটাসে রূপ নেয়।

  হৃদয়ের স্পর্শের অনুভূতি অনুধাবনের,

  আজ সময় যে অতি অল্প,

  পুরো কবিতাটি পড়ুন ❤



বিশ্বপ্ৰেম

। যোগেন্দ্র চন্দ্র দাস ।

বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার ক্ষেত্রে প্রভূত অগ্রগতির ফলে প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে মানব জাতি আজ অনেকাংশেই সক্ষম। সমগ্র জড় বস্তুজগত যেন তার দৃষ্টি, জ্ঞান ও উপলব্ধির পরিধিতে চলে আসছে। বিশ্বব্যাপী নানাবিধ চিন্তা স্রোতের সাথে সম্মিলন সংমিশ্রণ বর্তমানে অতি সাধারণ এক প্রাত্যহিক ব্যাপার, যার সম্পূর্ণ কৃতিত্ব বিজ্ঞান প্রযুক্তিরই প্রাপ্য।  পুরো লেখাটি পড়ুন ❤

শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

'অনাদৃতা' পাঠক সমাজে হবে ভীষণভাবে সমাদৃত

। কবিতা দাস ।
এম.এ, বি,এড.(শিক্ষিকা ও কবি)

গত ১৬ই মার্চ ২০২৫ ইং সাঁকো সাহিত্য পত্রিকার বসন্ত উৎসব অনুষ্ঠানে আত্মপ্রকাশ করে হাইলাকান্দি জেলার তরুণ প্রজন্মের এক বলিষ্ঠ কবি শ্রীমতি অনন্যা ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ 'অনাদৃতা'। এই কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতাই আমার পড়া হয়ে গেছে সামাজিক মাধ্যমে। মুগ্ধ হয়েছি প্রতিটি কবিতা পাঠ করে। প্রতিটি কবিতার মধ্যে রয়েছে এক ব্যঞ্জনাময় গভীরতা। বার বার পাঠ না করলে তা হৃদয়ঙ্গম হয় না।
  প্রথমেই আসি প্রচ্ছদের কথায়। প্রচ্ছদের ছবি ও গ্রন্থের নাম দুটোই পাঠককে আকৃষ্ট করবে সন্দেহ নাই।
 এবার আসা যাক কবিতার কথায়। প্রতিটি কবিতায় যে বিষয়টি আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে তা হল কবির প্রকৃতি প্রেম। প্রতিটি কবিতায় কবি দক্ষতার সঙ্গে প্রকৃতির বিভিন্ন রূপের ছবি এঁকেছেন - 'চন্দ্রালোকে প্লাবিত পৃথিবী', 'কুয়াশা মোড়া ভোর', 'বৃষ্টিস্নাত সন্ধ্যার মায়ামাখা জ্যোৎস্না' - পাঠককে অন্য এক কল্পনার জগতে নিয়ে যাবে।

    'প্রান্তিক' শিরোনামে রয়েছে দশটি কবিতা। এই 'প্রান্তিক' কবির সৃষ্ট এক কাব্যিক ব্যঞ্জনা। যাকে ঘিরে আবর্তিত হয় কবির সৃষ্টি ধারা। এই প্রান্তিকই হয়ত কবির জীবনদেবতা। যেমন পাই আমরা জীবনানন্দের 'বনলতা সেন' কিম্বা সুনীল গঙ্গোপাধ্যায়ের 'নীরা'। প্রান্তিক-দশ এ কবি নিজেই 'প্রান্তিক' এর সত্তাকে পাঠকের কাছে তুলে ধরেছেন -- 'প্রান্তিক এক চুপকথা' 'প্রান্তিক এক সীমান্তের গল্প', প্রান্তিক এক সীমারেখা' -- অপূর্ব ব্যঞ্জনাময় পংক্তি।

   অতি অল্প কথায়ও যে অনেক কথা বলা যায় অনন্যার কবিতা তার উদাহরণ। আতুরঘরে বসে নিজের আত্মজকে নিয়ে লেখা 'রুদ্রনীল' কবিতাটি সত্যিই অনবদ্য। নিজের মাতৃত্বের গৌরবকে কী সুন্দর শব্দবন্ধনে প্রকাশ করলেন কবি।

   'সাঁঝবাতি', 'ট্রিবিউলাস', 'মুহূর্ত', 'এরোফোবিয়া', কবিতাগুলো এক অসাধারণ ব্যঞ্জনা ও অভিব্যক্তিতে মূর্ত হয়ে উঠেছে। 'মুহূর্তেরা ধরা থাকে মুহূর্তের কাছে'-- পংক্তিটি ভীষণ অর্থবহ। অত্যন্ত প্রাঞ্জল ও সাবলীল ভাষায় কবি তাঁর কবিতার মালা গেঁথেছেন। এখানেই একজন কবির সার্থকতা। 'মৃত্যু তোমাকে ভালোবেসে' কবিতায় কবি তাঁর মৃত্যুচেতনাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। যেখানে জীবনানন্দের প্রভাব লক্ষ্য করা যায়। 

     এক কথায় 'অনাদৃতা'র প্রতিটি কবিতাই শব্দের বুননে ভাবের গভীরতায়, ভালোবাসার আবেগে, ব্যঞ্জনাময় অভিব্যক্তিতে এক অসাধারণ সৃষ্টির দলিল হয়ে থাকবে। কবির নিজের ভাষায় কবির 'অনাদৃতা' -- "অনাদৃতা হয়েও তুমি অনন্যা"।

কবি অনন্যার 'অনাদৃতা' পাঠক সমাজে হবে ভীষন ভাবে সমাদৃত, এই শুভেচ্ছা জানিয়ে ও কবির উত্তরোত্তর শ্রী বৃদ্ধি কামনা করে লেখার ইতি টানলাম।


বুধবার, ১২ মার্চ, ২০২৫

প্রতাপ : অনলাইন-২১


বহুরূপী

। সুচরিতা দাস ।

আজকাল অসুরদের মুখ
 
ঠিক যেন মানুষের অবয়ব, 

নেতিবাচক চিন্তা তাদের
 
কালো ধোঁয়া হয়ে ছড়িয়ে পড়ছে সর্বত্র।

পুরো কবিতা পড়ুন

 


  আমার প্রথম ভালোবাসা

   । দেবালয় ভাওয়াল ।

  বাংলা আমার মাতৃভাষা

  আমার প্রথম ভালোবাসা,

  সংস্কৃত হলো দীদা আমার,

  আর হিন্দী আমার মাসী,

  পুরো কবিতা পড়ুন

 


শেলী দাস চৌধুরী 

      মায়া

            (১)

পান্থ তুমি কোথা যাও

 অযথা মায়া ছড়াও

পথে পথে, পথের ঘ্রাণ

পথের নিশ্বাস, প্রাণ

 পুরো কবিতা পড়ুন

 


 বৃক্ষ-দর্শন

 । গোপালচন্দ্র দাস ।

 হাতের তালুতে সমুদ্র তুলে দিলে। শেকড়ভাই এ কেমন ছল
 পিপাসায় বুক ফাঁটে। মুখে নিতে  পারিনি এক ফোঁটা জল।
 গোল হয়ে ধামাইল নৃত্যে। মেতে আছে যারা
 তারা সূর্য-সবুজ সমুদ্রের কথা বলে। তাদের আবার ডিমেনশিয়া।

 পুরো কবিতা পড়ুন

 

                 পুরুষের দান

                । জয়ন্তী দত্ত ।

পুরুষ তুমি দুঃখ পেয়োনা নারীর জয়গান শুনে

পুরুষ ছাড়া নারী আর নারী ছাড়া পুরুষ হয় না একথা রেখো মনে।

ঈশ্বরের সৃষ্ট জীবন, প্রকৃতি ও পুরুষ অভিন্ন সত্বা 

কবি নজরুল বলে গেছেন, নর ও নারীর অভিন্নতার কথা।

 পুরো কবিতা পড়ুন  

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

প্রতাপ : অনলাইন-২০


   সময়ের স্রোত 

       । রুমা দাস ।

সময় চলে যায় নীরবে,

স্মৃতির পাতায় আঁকা রবে।

যেখানে ছিলাম একদিন,

সেই পথ খোঁজে মন আবেশে।


তুমি এমনি এমনি এসো

। সোমদত্তা দাস ।

    আজও অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছে তারা। প্রায় ১২টা নাগাদ। না, বাড়িতে কেউ নেই। সে একা। ব্রেকফাস্ট আজও কামাই। ব্রাশ করে ঝটপট তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পরে সে। আজকের দিনটা বাড়িতে বসে হৈচৈ দেখে কাটাতে রাজি নয় সে। কাজের চাপে বই পড়ার অভ্যেসটা প্রায় ছুটেই গেছে, এখন এন্টাড়টেইনমেন্ট মানেই web series পুরো গল্পটি পড়ুন ] ❤



        মরীচিকা 

        । অভিজিৎ দাস ।

এই জীবন নামক গোলকধাঁধায়

পাচ্ছি না খুঁজে দিশা!

দিশার খোঁজে ছুটতে গিয়ে

মরীচিকায় খাচ্ছি ধোঁকা!





      পিসির বাড়ি

      । সৃষ্টি মজুমদার ।

   থাকি আমি পিসির বাড়ি 

    মায়ের সাথে দিচ্ছি আড়ি,

   পিসি পড়ায় পিসি খাওয়ায়

   আনন্দে আমার দিন যে যায়,

   বড় হয়ে সখ পুলিশ হবো

   চোর বদমাশ সবাইকে ধরবো,

  পুরো কবিতাটি পড়ুন ] ❤

  


 আমার তুমি

    । চাঁদনী দাস ।

আমার হবে সেই তুমি-

যে থাকবে অনতিদূরে,

আপন মনের মণিকোঠায় রাখবে আমায় আগলে।

সময়ের দ্বিধা-দ্বন্দ্বেও চেনা হাতটা চেপে বলবে-

ভয় করো না আমি তো রইলাম।

পুরো কবিতাটি পড়ুন ] ❤

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

প্রতাপ : অনলাইন-১৯


      তোমারই নামে

              । মাম্পী দাস।

আমি তো ছিলাম দুঃখে ভরা এমন এক বই

যাকে নাকি খোলা দায়!

পাঠক বললে তো তোমায় বলি সেরা

যে বইটি শুধু খোলোনি পাঠও করেছো বটে।

পুরো কবিতাটি পড়ুন ] ❤



  হিসাবের গরমিল

        । রিপন দাস ।

  অনেকদিনের পুরনো খাতা-

  দেখে মনটা কেঁপে উঠল,

  প্রথম পৃষ্টায় তোমার নাম

  এ কি, এখনও আছো!

পুরো কবিতাটি পড়ুন ] ❤



  বসন্তের ছোঁয়া 

      । রাহুল দাস ।

আজি বসন্তের ছোঁয়া 

লাগলো প্রাণে,

মন যে করে উড়ু- উড়ু 

নানা বাদ্যে বাজনা বাজে 



  ভেসে উঠে তোমার মুখ 

  । নবীনকিশোর রায় ।

  প্রতিদিন লোক্যাল ট্রেন 

  তোমার শহর ছুঁয়ে যায়... 

  জানা অজানা যাত্রী ভিড়ে

  এক নজর দেখার ইচ্ছা, 

  [ পুরো কবিতাটি পড়ুন ] ❤



 নিজেকে

। স্বাতীলেখা রায় ।

নিরুদ্দেশ মেঘের 

বৃষ্টির উষ্ণতায় 

দেখেছ কী 

নিজেকে! 



 

রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

প্রতাপ : অনলাইন-১৮




তুমি আছো বলেই

     । গোপেন দাস ।

তুমি আছো বলেই,

আমার জীবনে আনন্দ রয়েছে।

তুমি আছো বলেই,

আমার হৃদয়ে সুখ রয়েছে।

পুরো কবিতা পড়ুন ❤



     ভারসাম্য 

    । চন্দন পাল ।

  জানিস কবিতা, 

  শুধু প্রস্ফুটনেই একমাত্র জয়! অনিশ্চিত,

  'বীরভোগ্যা বসুন্ধরা' তাও প্রশ্নবোধক !

  নিগ্রহ আর মানক্ষয়ের দাগ দেখ করমচাঁদে।

পুরো কবিতা পড়ুন ❤



      প্রত্যাখ্যান

  । ড. শমিতা ভট্টাচার্য ।

যদি পাশে এসে বন্ধু বলো

তবে ক্ষতি নেই ...

কিন্তু তার আগে বলতে চাই

আমি ভালো নই...

বন্ধু গড়তে, বন্ধু ভাঙতে, বন্ধু রাখতে।

পুরো কবিতা পড়ুন ❤



           নতুন

        । টুকলু দাস ।

   নতুন রে তুই নতুন তুই 

        নতুন করে দিস আলো,

   আমার বেলায় তুই কেন করিস 

              সকল দিক কালো?

  পুরো কবিতা পড়ুন ❤



     ঘুণ ধরা মন

     । অভিজিৎ পাল ।

নোনা জলের সাথে সখ্যতা বাড়িয়ে

একদা সমুদ্র গড়ি, 

ঠোঁটে লবণাক্ত নেশা লেগে থাকে

একটিবার ছোঁয়ে দেখার প্রবল ইচ্ছায়। 

পুরো কবিতা পড়ুন ❤

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

প্রতাপ : অনলাইন-১৭



ইংরেজি নববর্ষ ও মকর সংক্রান্তি তথা পৌষ পার্বণের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সকল শুভানুধ্যায়ী ও কলম চাষীদের।

ইতি -

শৈলেন দাস (সম্পাদক)

 

 


        পিঠা: সাহিত্য ও সংস্কৃতিতে

                     সূর্যসেন দেব ।

“পৌষ তদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়

ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়” ---

হেমন্তের পাকা ধানের ফসলে ভরে উঠে গৃহস্থের ডালা। উঠানে গোলা ভরা ধান দেখে খুশিতে মেতে উঠে চাষীদের মন। চাষী বধূরা ঢেঁকিতে ধানে ভানে মনের আনন্দে। নতুন চালের গন্ধে ম ম করে সারা বাড়ি, সারা গ্রাম। শীতের শিশির ভেজা সকালে সোনালি রোদের উষ্ণতার আমেজ, পাখিদের কূজন আর শিমূল বকুল নানা রঙের ফুলের বাহারে প্রকৃতি যেন নবরূপ লাভ করে।  পুরো প্রবন্ধটি পড়ুন



        অবসান 

        । রামেন্দ্র দাস ।

    গধুলীর রক্ত আভা

                পূরবী রাগে

               দিনের অবসান।

    পান্ত পাখির কাকলি

    ফুলায় ফেরা ডানার শব্দ

                                                            পুরো কবিতাটি পড়ুন



                মহাশূন্য

               পল্লব দে

শূন্য থেকে মহাশূন্যে যেতে হলে হরণ,

যদি না হয় সুদূরপ্রসারী, তবে সম্ভাব্য মরণ।।

শূন্য যখন ভাজক ,ভাগফল বহু দূর,

শূন্যের খেলাতে সবার দর্প চূর।।

 পুরো কবিতাটি পড়ুন




                      একটি টিপটপ গল্প 

                          । রণবীর পুরকায়স্থ ।

       লোকটা ছোটো শহরের ছাপোষা বাস্তুকার। সে স্বার্থপর কিন্তু বেশ টিপটপ।সে একা থাকে, কাউকে ধারেকাছে ঘেঁসতে দেয় না। সুখেই থাকে। সে লেখালেখিও করে, মানুষের মন নিয়ে কত অনুসন্ধান। ত্রুটিহীন নির্ভুল মানুষ সাজাতে চায়, পারে না। মনের ভাব প্রকাশে সঠিক বাক্য লিখতে পারে না পরিপাটি। তাই টিপটপ হওয়ার, অনুপম হওয়ার খেসারত দিয়ে তার বউও পালায় বাড়ি থেকে।  পুরো গল্পটি পড়ুন



            হাওরের কন্যার কবিতা

                     । শৈলেন দাস ।

সূর্য দেয় আলো আমায় বাতাস যোগায় বল

বাবার আদর আমার কাছে হাওরের শীতল জল


হাওর আমার মায়ের মত প্রকৃতি হল সখী

বোরো ধানের গন্ধ আমি বুকে ধরে রাখি

পুরো কবিতাটি পড়ুন

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

প্রতাপ : অনলাইন-১৬


           আলোকরশ্মি

 
          । ড. অর্পিতা দাস। 

          এখনো মন খারাপের রাতে 

          সন্ধ্যা ঘনায় সারা মন প্রাণ জুড়ে।

          সব একাকীত্ব জড়ো হয়ে 

          মুখ অবগুণ্ঠিত হয় বইয়ের ভাঁজে।

         পুরো কবিতা পড়ুন ❤



   লড়াইয়ের আলো 

       । রুমা দাস ।


প্রতিদিন সূর্যের আলোয় মিশে যায় লড়াইয়ের গল্প,

বাবার কপালে চেনা ভাঁজগুলো

নিঃশব্দে বলে যায় ক্লান্তির ইতিহাস।

আমি দাঁড়িয়ে থাকি তার পাশে,

নিজের স্বপ্নকে নতুন রূপ দিতে।

পুরো কবিতা পড়ুন ❤



শীতের আগমনে

। দীপ্তি চক্রবর্ত্তী ।

সবুজ পাহাড়ের বুকচেরা পথে যখন ধীরে ধীরে নামাছি নীচে

আঁকা বাঁকা পথ, কুয়াশাবৃত প্রকৃতি, পাহাড়ী কনের খোঁপায় রঙিন ফুল

ভোরের আবছা আলো 'কাঠমাণ্ডু' থেকে নামার পথে পথে

নীচের দিকে তাকিয়ে দেখি- দু'পাহাড়ের সংযোগস্থলে 

আমার সাথে সাথে কে যেন একখানা সাদা চাদর দিয়েছে বিছিয়ে।

পুরো কবিতা পড়ুন ❤



এক মুঠো ভাত 

। শুভম দাস ।

সেই খিদের পেট কি আর জানে 

ধর্ম ও জাতপাত।

উদর জ্বালায় খেটে মরে 

পেতে এক মুঠো ভাত।।



        সুযোগ সন্ধানী 

        । স্মৃতি দাস ।

একান্ত ব্যক্তিগত  কিছু কথাও যখন ভ্রমণ পিপাসু হয়,

 সর্বজনীনতার তকমা সেঁটে সেগুলো দোষী হয়ে পড়ে।

কথারা ঘোরে, উড়ে, ছড়িয়ে পড়লে সুযোগসন্ধানীরা

সেগুলো দিয়ে মালা গাঁথে, আর ভরা সভায় একে অন্যের 

গলায় পড়ায়, কথায় সচিত্র গল্প সাজে।

পুরো কবিতা পড়ুন ❤

রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

প্রতাপ : অনলাইন-১৫


         কুয়াশা

       । রিপন দাস ।

তুমি আমি দুইজনে

        চোখে চোখে হল কথা,

হাঁটতে লাগলাম একা মনে

        কিভাবে হবে দেখা?



      এত সহজ নয়

   । দোলনচাঁপা দাসপাল ।

  নিশ্চিত জানি, তুমি বাড়িতে নেই 

  তবুও দরজায় কড়া নাড়ি

  ভাবি, স্মিত হেসে দরজা খুলে বলবে-

  "এসো তোমার জন্যই অপেক্ষায় আছি আজ

  বহু কাল ...."

  সম্পূর্ণ কবিতা পড়ুন 



জেগে থাকে নদী ও তারা।

         । পিঙ্কু চন্দ ।

মনের ভেতর কেবল তুমি 

বুকের ভেতর তোমার আকাশ 

দূরে কোথাও বাজছে সানাই 

চাঁদের মুখে তোমার প্রকাশ 

 সম্পূর্ণ কবিতা পড়ুন 



 জীবন সৈকতে 
 । জয়ন্তী দত্ত ।

 জীবন মানে একটা মানুষের ছোট বড়  জীবন স্মৃতির ইতিহাস কথা

 জীবন একটা সমুদ্র সম, কারো কাছে থমকে যাওয়া হৃদয়ের ব্যথা।

 কেহ কেহ সুদীর্ঘ জীবন পথ অতিক্রম করে বেয়ে যায় অনেক দূর

 আর কারো জীবনের সাধ পূর্ণ হবার আগেই স্তব্ধ তায় বেদনা বিধূর।

 সম্পূর্ণ কবিতা পড়ুন 



 বসন্তকাল

। প্রণীতা দাস ।

বসন্ত কাল এলে

সঙ্গীতের কলতান 

সহসা কানে বাজে,


উদাসী কুকিলের সুরে 

মন যে ভরে উঠে

সম্পূর্ণ কবিতা পড়ুন ❤

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...