ডিজিটাল যুগে সাহিত্য, ভাবনা ও মতপ্রকাশের পরিসর নতুন করে সাজানো হয়েছে। অনলাইনের দ্রুততা, সহজলভ্যতা ও বহুমাত্রিক পাঠকসমাজ-এসবের ভরসায় প্রতাপ এর অনলাইন সংস্করণ দিনের পর দিন সমৃদ্ধ হয়েছে। পাঠকদের প্রতিক্রিয়া, লেখকদের নিরলস সৃজনশীলতা এবং সমসাময়িক বিষয়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই প্ল্যাটফর্ম ধীরে ধীরে গড়ে তুলেছে এক অনন্য সাহিত্যভুবন।
আজ আমরা অনলাইন থেকে নির্বাচিত কিছু লেখা নিয়ে এই যে মুদ্রিত সংস্করণ; প্রথম খণ্ড প্রকাশের পথে, তা নিছক একটি বই নয় এটি অনলাইন সৃজনযাত্রার প্রথম মাইলফলক। একদিকে প্রযুক্তির স্পর্শে বদলে যাওয়া পাঠাভ্যাস, অন্যদিকে কাগজের পৃষ্ঠায় ছাপা লেখার প্রতি মানুষের চিরন্তন ভালোবাসা এই দুই জগতের সেতুবন্ধন ঘটিয়েছে এই মুদ্রিত সংকলন। অনলাইন প্ল্যাটফর্মে নির্বাচিত কিছু লেখাকে নতুন বিন্যাসে, নতুন পাঠ-অভিজ্ঞতায় পাঠকের হাতে তুলে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আমরা বিশ্বাস করি, মুদ্রণে রূপান্তর কেবলই মাধ্যম বদল নয়; এটি লেখার প্রতি শ্রদ্ধা, লেখকদের পরিশ্রমের স্বীকৃতি এবং পাঠকের পাঠ-আনন্দকে আরও টেকসই করার প্রচেষ্টা। অনলাইন সাহিত্য প্রায়শই ক্ষণস্থায়ী বলে মনে করা হয়, কিন্তু এই সংকলন প্রমাণ করে-সৃজনশীলতার মূল্য কখনো হারায় না; বরং সময়ের সঙ্গে সঙ্গে সেটি আরও স্থায়ী হয়ে ওঠে।
এই প্রথম খণ্ড প্রকাশের মধ্য দিয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি-আগামী দিনেও প্রতাপ তার সৃজনমাধ্যমের বৈচিত্র্য ধরে রাখবে, নতুন লেখকদের আবিষ্কার করবে, পাঠকের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তুলবে। অনলাইনের সম্ভাবনা আর মুদ্রণের মর্যাদা-এই দুইয়ের মিলনে প্রতাপ এগিয়ে যাবে আরও সৃজনশীল ভবিষ্যতের দিকে।
সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সমর্থনেই এই যাত্রা সম্ভব হয়েছে। সবাইকে ধন্যবাদ।
- শৈলেন দাস
সূ চী প ত্র
রুমা দাস : লড়াইয়ের আলো, প্রেমের ব্যাকরণ
আদিমা মজুমদার : কবিতা, জুবিনের গান
সুচরিতা দাস : আবেগের অন্য নাম শনবিল, বহুরূপী
মঙ্গলা দত্ত রিমি : ভালবাসার অন্য নাম কাব্য, স্মার্যকথা
সুজিতা দাস : একটি কালো মেয়ের গল্প
ডা কাত্যায়নী দত্ত চৌধুরী : টুকরো বনের গল্প
যোগেন্দ্র চন্দ্র দাস : বিশ্বপ্রেম, শূণ্য
রঞ্জন কুমার বণিক : গ্রীষ্মের দুপুর, শ্রাবণের গাথা
রাহুল দাস : একটি পবিত্র তীর্থস্থান নুনকুলি
মমতা চক্রবর্তী : সেই কিশোরী, মা, তোমাকে বলছি
পিংকী দাস : নিঃশব্দতা, অস্তিত্বের সন্ধানে
অপর্ণা কুমার : মেঘলা আকাশ, স্বার্থপর
গোপেন দাস : তুমি চলে গেলে এক অজানা ঠিকানায়, তুমি আছো বলেই
আব্দুল হালিম বড়ভূইয়া : নিয়তি, আলাদ্দীনের প্রদীপ
সদয় দাস : বসন্তের সুর, অবুঝ প্রেম
আকাশ ধর : প্রশ্ন
রিপন দাস : হিসাবের গরমিল
মীনাক্ষী নাথ : মাটির প্রদীপ, ফিরে দেখা ২০২৫
শিপ্রা দাশ : আশা, অদ্ভুত হাসি
চয়ন ঘোষ : সাগরের মতো তুমি, নিজের প্রতিধ্বনি
পুষ্পিতা দাস : মা, যে কথাগুলো তোমায় বলা হয়নি
সীমা ঘোষ : ভয়
প্রিয়তোষ শর্মা : চাতক পাখি
পল্লব দে : মহাশূন্য
সুরজ কুমার নাথ : জুবিন দা
শৈলেন দাস : এই সময়টা আমার নয়, ভয়



আমার লেখা কই।কিশোর ব্যানার্জ্জী
উত্তরমুছুন